ইউনুছ আরফিন, বাঘাইছড়ি প্রতিনিধিঃ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
মহান এই দিনটিকে সামনে রেখে বর্ণিল আলোকসজ্জার পাশাপাশি বাঘাইছড়ি উপজেলা প্রশাসন ও রাজনৈতিক দলগুলো বিভিন্ন কর্মসূচীর আয়োজন করেছে।
দিবসের শুরুতেই শহীদদের স্বরনে ৩১ বার তোপোধন্নির মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক করা হয়। এছাড়াও জাতির বীর সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়।
করোনার কারনে অনুষ্ঠান সিমিত করা হলেও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা, পৌর মেয়র জাফর আলী খান, পুরুষ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, সহকারী ভূমি কমিশনার কেএম আবু নওশাদ, ওসি মোঃ আশরাফ উদ্দিন সহ সরকারী ও ব্যাসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, ছাত্র পরিষদ এবং পাহাড়ি আঞ্চলিক দল জেএসএস এমএন লারমা দলের নেতাকর্মী সমর্থকদেরও উপস্থিতি দেখা গেছে।