llদিলোয়ারা আক্তারll
llকাউখালী উপজেলা প্রতিনিধিll
আজ১৩/১২/২০২০ ইং কাউখালীতে ভোরের আলো সংগঠন এর আয়োজনে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প,রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং ইউনিসেফ এর সহযোগিতায় গর্ভবতী,প্রসুতি মা,এবং নবজাতক এর যত্ন ও সেবা বিষয়ক বার্তা নিয়ে জনগণকে সচেতন করার উদ্দেশ্যে পাপেট সো প্রদর্শন করা হয় কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের পোয়াপাড়া ১-সকাল১০.৩০মিনিটে।নাইল্যাছড়ি দিনাজপুর-১১•৩০ মিনিটে এবং বেতবুনিয়া ইউনিয়নের বড়বিলি পাড়া ২ -২•৩০মিনিটে এ তিনটি কেন্দ্রে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলার টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের, সহকারী প্রকল্প ব্যাবস্থাপক “জনাব তুহিন চাকমা”এবং “মেহেরুননেছা ছিদ্দিকী”।
আরও উপস্থিত ছিলেন প্রকল্পের মাঠ সংগঠক “নার্গিস আক্তার” “হ্লাজাইয়ু মারমা”
“জোসনা মারমা”।আরও উপস্থিত ছিলেন পাড়াকর্মীবৃন্দ।উপস্থিত ছিলেন এলাকার গর্ভবতী,প্রসুতি মা,এবং কিশোর কিশোরী এবংশিশুরা।প্রদর্শনের এই বার্তা গুলোর মাধ্যমে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু হার কমাতে সরকারের উদ্দেশ্য সফল করতে সহায়ক ভূমিকা পালন করবে।