অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
কাপ্তাইয়ের বড়ইছড়ি এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭টি মামলা দায়ের করা হয়েছে এবং সেই সাথে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার (১৩ ডিসেম্বর) কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মুনতাসির জাহান কাপ্তাইয়ের বড়ইছড়ি এলাকায় ভোক্তা অধিকার আইনে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এই সময় হোটেল -রেস্তোরাঁ ও মুদিদোকানে মেয়াদ উত্তীর্ণ ও স্বাস্থ্য ক্ষতিকর খাবার বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ও ৪৩ ধারায় ৬টি মামলা দায়ের করা হয়। এ সকল দোকান, হোটেল-রেস্তোরাঁ হতে পাঁচ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়। সেই সাথে মাস্ক না পরায় একজন থেকে আরও ১শ টাকা জরিমানা সহ মামলা দায়ের করা হয় ।
এসময় উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ ইলিয়াস, ইউএনও’র দপ্তরের অফিস সুপার মোঃ সিরাজুল ইসলাম ও কাপ্তাই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন।