llহাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী প্রতিনিধি ll
“জাতির পিতার সম্মান
রাখবো মোরা অম্লানঃ এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের আয়োজনে আজ (১২ ডিসেম্বর) রোজ শনিবার সকালে উপজেলায়” বঙ্গবন্ধু শেখ মুজিব”মুরাল সম্বলিত স্থায়ী মঞ্চের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে গনমিলায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার জনাব শেখ ছাদেক মহোদয়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ জনাব মফজল আহম্মদ খাঁন,কৃষি কর্মকর্তা জনাব হাসিবুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ রুইহ্লা অং মারমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান উথান মারমা, স্বরসতী ত্রিপুরাসহ সরকারি বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সভায় বক্তারা বলেন, জাতির পিতার সম্মান অক্ষুন্ন রাখতে আজ দেশের প্রজাতন্ত্রের কর্মকর্তা ও কর্মচারীরা বদ্ধ পরিকর। আজ জাতির পিতার কারনে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি।
সভা শেষে চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।