শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজার
“যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান
ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।”
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার নিন্দা জানিয়ে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও উখিয়া উপজেলার সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের উপস্থিতিতে উখিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার( ১২ ডিসেম্বর) সকালে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এ প্রত্যয় ব্যক্ত করেন।
উখিয়ার ইউএনও নিজাম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আমিমুল এহসান খান, উখিয়া থানার ওসি সঞ্জুর মোরশেদ আহমদ প্রমুখ বক্তৃতা করেন।
“জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” মহান বিজয়ের এ মাসে এ প্রতিজ্ঞা করে প্রতিবাদ সমাবেশের সভাপতি ও ইউএনও নিজাম উদ্দিন আহমেদ, সকল ষড়যন্ত্র রুখে দিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা নির্মাণের লক্ষ্যে সকলকে একসাথে প্রকৃত জনসেবক হিসেবে নিজ নিজ কর্মক্ষেত্রে নিয়োজিত থাকার আহবান জানান।