অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
“জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লানঃ এই স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় কাপ্তাই উপজেলা সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের আয়োজন শনিবার (১২ ডিসেম্বর) উপজেলা কেন্দ্রীয় মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, সহকারী কমিশনার (ভুমি) মোঃ মাঈনুল হোসেন চৌধুরী, কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মারফুদুল হক, উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডাঃ মোঃ তায়েব, মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, সহকারী তথ্য কর্মকর্তা মোঃ হারুন, ৩য় শ্রেণী কর্মচারীর পক্ষে উজ্জ্বল মল্লিক এবং ৪র্থ শ্রেণীর কর্মচারী ক্লাবের সিনিয়র সহ সভাপতি দিলিপ কুমার পাল। সঞ্চালনা করেন কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।
সমাবেশে বক্তারা বলেন, জাতির পিতার সম্মান অক্ষুন্ন রাখতে আজ দেশের প্রজাতন্ত্রের কর্মকর্তা ও কর্মচারীরা বদ্ধ পরিকর। আজ জাতির পিতার কারনে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি।
কাপ্তাইয়ের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং কর্মচারীরা সমাবেশে উপস্থিত ছিলেন।