llখাগড়াছড়ি প্রতিনিধি ll
ছবি-মংসুইপ্রু চৌধুরী
খাগড়াছড়ি জেলা পরিষদ আইন, ১৯৮৯ খাগড়াছড়ি জেলা পরিষদ (সংশোধন),১৯৯৭ এর ১৬(ক) উপধারা এবং ২০১৪ এর ২(২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার, খাগড়াছড়ি জেলা পরিষদের অন্তবর্তীকালীন পূর্ণগঠন করা হয়। উক্ত পূর্ণগঠনে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ৯ম অন্তবর্তীকালীন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মংসুইপ্রু চৌধুরী অপু।
পুনর্গঠিত নতুন পরিষদে সদস্য হিসেবে খাগড়াছড়ি সদর হতে বর্তমান পরিষদের নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর হতে মংক্যচিং চৌধুরী,দীঘিনালা হতে আশুতোষ চাকমা, মানিকছড়ি সদর হতে মোঃ আব্দুল জব্বার,লক্ষ্মীছড়ি হতে রেম্রাচাই চৌধুরী, নুনছড়ি হতে খোকনেশ্বর ত্রিপুরা, খাগড়াছড়ির খাগড়াপুর হতে পার্থ ত্রিপুরা জুয়েল এবং দীঘিনালা হতে শতরূপা চাকমা স্থান পেয়েছেন এবং নতুন সদস্য হিসেবে খাগড়াছড়ি মহাজন পাড়া হতে শুভমংগল চাকমা,মহালছড়ি মাইসছড়ি হতে নিলোৎপল খীসা,মানিকছড়ি হতে মাইন উদ্দিন,মাটিরাঙ্গা হতে হিরণজয় ত্রিপুরা,গুইমারা হতে মেমং মারমা এবং মানিকছড়ি হতে জনাবা শাহিনা আক্তার স্থান পেয়েছেন।