llআরিফুল ইসলাম llঘিলাছড়ি,নানিয়ারচর।।
১০/১২/২০ইং বৃহস্পতিবার রাত ৭.৩০মিনিটে রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়কের চৌধুরীছড়া নামক স্থানে আনারসের চারা বোঝাই গাড়ি ড্রাইভারের অসর্তকতাভাবে চালানোর ফলে খাদে পড়ে যায়।
এতে ড্রাইভার গুরতর আহত হন,ট্রাকটিতে চারা বোঝাই করে ঘিলাছড়ি সমাজ কল্যান পয়েন্ট হতে খাগড়াছড়ির মানিকছড়ির উদ্দেশ্য রওনা দেয়।পথে মধ্যে চৌধুরী ছড়া এলাকায় ড্রাইভারের অসচেতনতায় ট্রাকটি খাদে পড়ে যায়।

স্থানীয় লোকজন ড্রাইভার ও হেলপারকে উদ্ধার করে ঘিলাছড়ি প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।গাড়ি নং-চট্রমেট্রো-ট-১১৯৯৮২,উল্লেখ্য স্থানীয় লোকজন জানিয়েছেন ড্রাইভার মদ্যপানরত অবস্থায় গাড়ি চালিয়েছেন বিধায় গাড়ি দূর্ঘটনায় পড়েছে।এই বিষয়ে আনারস চারা ও গাড়ির মালিকের কোন তথ্য বা খোঁজ পাওয়া যায় নি।