।।রাঙ্গামাটি প্রতিনিধি।।
রাঙ্গামাটি জেলা পরিষদ নতুন ভাবে ঘটিত হয়েছে ,আজ ১০/১২/২০ ইং বৃহস্পতিবার বিকেলে সরকারি প্রজ্ঞাপন গেজেটে উপ সচিব সজল কান্তি বনিকের স্বাক্ষরসংবলিত অফিসিয়ালি ভাবে প্রকাশ পেয়েছে,রাঙ্গামাটি জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে দ্বায়িক্ত পেলেন অংসুইপ্রু চৌধুরী (কাউখালী।
সদস্য হিসাবে নতুন ভাবে দায়িত্ব পেলেন যারা,
হাজী মো:মুছা মাতব্বর,বিপুল ত্রিপুরা,ঝর্না খীসা,বাদল চন্দ্র দে,সবীব কুমার চাকমা,প্রিয়নন্দ চাকমা,প্রবর্তন চাকমা,এলিপন চাকমা,মো:আব্দুর রহিম,আছমা বেগম,অংসুচাইন চৌধুরী,দিপ্তীময় তালুকদার,নিউচিং মারমা,রেমলিয়ানা পাংখোয়া।