হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী।
দীর্ঘ প্রতিক্ষার পর রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব উবাচ মারমা মহোদয় ও উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক মহোদয়। আজ ১০শে ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা বাসষ্টেশন এলাকায় প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তরের শুভ উদ্ধোধন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলার অফিসার ইনচার্জ জনাব মফজল আহম্মদ খাঁন, উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার বিভীষন চাকমা, ইউপি চেয়ারম্যান উথান মারমা, উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল হোসেন ,গাইন্দ্যা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হোসেন বেল্লান, উপজেলার সিনিয়র সাংবাদিক আজগর আলী, হারাধন কর্মকার, সাউচিং মারমা, প্রেস ক্লাবের সকল সদস্যসহ বিভিন্ন শ্রেনীর ব্যক্তিবর্গ।
দীর্ঘ প্রতিক্ষার পর উপজেলা প্রেসক্লাব নির্মাণের জন্য জায়গা বরাদ্দ পাওয়ায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলায় কর্মরত সংবাদ কর্মীরা। এরপর মোনাজাতের মাধ্যমে দেশ ও দেশের মানুষের কল্যাণ চেয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়। মোনাজাত পরিচালনা করেন রাজস্থলী উপজেলা জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা নুরুল ইসলাম সাহেব।