ইউনুছ আরফিন, বাঘাইছড়ি প্রতিনিধি:
অক্ষরবৃত্ত পাণ্ডুলিপি পুরস্কার ২০২০ পেলেন রাংগামাটি জেলার দুর্গম বাঘাইছড়ি উপজেলার কৃতি সন্তান কবি ও কথাসাহিত্যিক মুহাম্মদ হাসান শরীফ। প্রকাশক আনিস সুজন জানান,আমরা দীর্ঘ দেড় মাস অক্লান্ত পরিশ্রমের পর ১৪৮১টি পাণ্ডুলিপির মধ্য থেকে বিজ্ঞ জুরিবোর্ড ৪টি বিভাগে মোট ৬০টি পান্ডুলিপিকে চূড়ান্ত ভাবে নির্বাচিত ও বিজয়ী ঘোষণা করেন।
মুহাম্মদ হাসান শরীফ’র “দ্বীপান্তর” উপন্যাসটি চূড়ান্ত ভাবে নির্বাচিত ও জয়ী হয়ে বিজযের কৃতিত্ব অর্জন করেন। দ্বীপান্তর উপন্যাসটি অমর একুশে বইমেলা ২০২১ উপলক্ষে প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উপন্যাসটির লেখক হাসান শরিফ অক্ষরবৃত্ত প্রকাশন ও বিজ্ঞ বিচারক মন্ডলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাছাড়া সন্মানীত পাঠকবৃন্দের প্রতি বইটি পাঠ করে মতামত জানানোর জন্য অনুরোধ জানান।