ইউনুছ আরফিন, রাঙ্গামাটিঃ পার্বত্য কাব্যের সম্পাদক এম এম আর কে মিন্টু বিজয়ের মাসে স্বাধীনতার প্রেক্ষাপট নিয়ে লিখেছেন ‘বিজয়ের শপথ’ কবিতা।
কবিতাঃ বিজয়ের শপথ
কবিঃ এম,এম,আর,কে,মিন্টু
বিজয়ের এক স্বপ্ন নিয়ে প্রতিজন বাঙালি তখন
ঝাঁপিয়ে পড়লো সম্মুখ যুদ্ধে দেশ আক্রান্ত যখন।
বলছি সেই গত শতাব্দীর একাত্তরের কথা
অত্যাচারীর শেষ পরাজয় হয়নি তো অযথা।
সাতচল্লিশে দেশভাগ হলো ভারত, পাকিস্তান সৃষ্টি
সেই থেকেই তো পাকিস্তানের বাংলাতে কুদৃষ্টি।
শোষণ আর নির্যাতনে রাখলো পরাধীন করে
বাঙালি তো স্বাধীনচেতা ক’দিন রাখবে জোরে!
তেইশটা বছর তবুও গেলো পাকিস্তানের সঙ্গে
আমাদের সম্পদে ওরা ধনী হয় আমরা অভাবী বঙ্গে।
শাসনের নামে করলো শোষণ পাকিস্তানি সরকার
অনেক সহ্য করেছে বাঙালি এবার বাংলা দরকার।
নেতা দিলেন সাতই মার্চে স্বাধীনতার ডাক
যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো বাঙালি বিশ্ব হতবাক্।
অনেক ত্যাগ আর রক্তের বিনিময়ে পেয়েছি বাংলাদেশ
মাতৃভূমির কাছে কারো নেইতো ঋণের শেষ।
আজ বিজয়ের ক্ষণে সবাই মিলে এসো শপথ করি
হাতে হাত রেখে একে অপরের
বাংলাদেশকে গড়ি।