ইউনুছ আরফিন,রাঙ্গামাটি:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি জেলা ইউনিটের ত্রিবার্ষিক নির্বাচনে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহাঙ্গীর আলম মুন্না’কে হারিয়ে বিজয়ী হয়েছেন মো. মাহফুজুর রহমান।
শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল দশটায় রাঙ্গামাটি জেলা শহরের শহীদ আব্দুল আলী একাডেমি বিদ্যালয় প্রাঙ্গণে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল চারটায়। এর পর সন্ধ্যায় ভোট গগনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি।
সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও রাঙ্গামাটি ইউনিট রেড ক্রিসেন্টে সোসাইটির সভাপতি বাবু বৃষকেতু চাকমা। এ নির্বাচনে দ্বিতীয় বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ মাহফুজুর রহমান।তিনি ৬৪৩ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহাঙ্গীর আলম মুন্না পেয়েছেন ১১৯ ভোট।
এ ছাড়া আট সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে পাঁচজন নির্বাচিত হয়েছেন। সদস্য পদে সুলতান মাহমুদ চৌধুরী পেয়েছে ৫৭০ ভোট, মো: সাওয়াল উদ্দিন পেয়েছেন ৪৯৮ভোট, মোঃ মনিরুল ইসলাম ৪১৪ভোট , আশীষ দাশগুপ্ত ৩৮৫ ভোট ও এনএম জাহাঙ্গীর ৩৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
অন্যদিকে মো. কামাল উদ্দিন ২৬১, মো. জসিম উদ্দিন ১৮৬ ও মোহাম্মদ সোলায়মান ২৩৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
এর আগে এই নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বীতায় ভাইস- চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ নেতা রফিক আহমেদ তালুকদার।
নির্বাচিত পাঁচ সদস্য বিজয়ী হওয়ার কারণ হিসেবে কেউ কেউ মনে করেন – উক্ত সদস্য গণ কোভিড-১৯ মহামারির চলমান সময় নিজেরদের আর্ত মানবতার সেবায় নিয়োজিত রেখেছেন বলেই আজ ভোটাররা তাদের নির্বাচিত করেছেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন, রাঙ্গামাটি পৌরসভার প্রাক্তন মেয়র মো. হাবিবুর রহমান।