নিজস্ব প্রতিবেদক,উখিয়া,কক্সবাজার
কুষ্টিয়ায় রাতের আঁধারে মৌলবাদী গোষ্ঠী কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৭ ডিসেম্বর) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে শত-শত নেতাকর্মী মিছিল সহকারে তুমব্রু বাজারে জমায়েত হওয়ার পর বিশাল সমাবেশে পরিণত হয়।
বক্তারা বলেছেন, ভাস্কর্য ভাঙচুরে যারা জড়ত, যাদের নেক্কারজনক ষড়যন্ত্রে এ ঘৃণ্য ঘটনা ঘটেছে, তাদের আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করা হয়।এসময় বিক্ষোভকারীরা চরম ক্ষোভে ফেটে পড়ে উত্তর পাড়া থেকে তুমব্রু বাজার ও ইউনিয়ন পরিষদ মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করার পর তুমব্রু বাজার চত্বরে সমাবেশে মিলিত হয়।ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে সাধারণ সম্পাদক উসমান গণির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসাইন,
ঘুমধুম ইউনিয়ন যুবলীগ সভাপতি ছৈয়দুল বশর, ঘুমধুম ইউনিয়ন ছাত্রলীগ সহ-সভাপতি বোরহান আজিজ, সহ-সভাপতি কামরুল হাসান প্রমুখ।এতে উপজেলা,আওয়ামীলীগ, যুবলীগ, ইউনিয়ন, ওয়ার্ড, স্কুল ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।