অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি।
গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ভিডিও কলের মাধ্যমে উম্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
সোমবার (৭ ডিসেম্বর) চিৎমরম মুসলিমপাড়া পাড়া কেন্দ্র মাঠে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক হাছিনা আক্তার ।
কাপ্তাই সহকারী তথ্য অফিসার মো: হারুনের সভাপতিত্বে তথ্য অফিসের ঘোষক অনিল কুমার আসামের সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন , পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড এর কাপ্তাই উপজেলা টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের মাঠ সংগঠক মাতিচিং মারমা, মুসলিম পাড়া কেন্দ্রের সভাপতি আবদুল ওয়াদুদ, পাড়া কর্মী জায়নু বেগম, বেতার শিল্পি রফিক আশেকী।
বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ, বাল্যবিবাহ, ইভটিজিং, গুজব, মাদকের অবব্যবহার রোধ, স্বাস্থ্য বিধি সহ সমসাময়িক নানা বিষয়ে প্রধান অতিথি ভিডিও কলের মাধ্যমে উপস্থিত স্থানীয় জনগণকে অবহিত করেন।
পরে বৈঠকে অংশগ্রহণকারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন কাপ্তাই তথ্য অফিস।
এদিকে কর্মসূচীর অংশ হিসাবে কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে চিৎমরম মুসলিম পাড়া এবং চিৎমরম বড় পাড়ায় চলচ্চিত্র প্রর্দশন করা হয়।