আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি
দীর্ঘ প্রতীক্ষা আর অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মিরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
আগামী ৩ বছরের জন্য এই কমিটি অনুমোদন দিয়েছে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ। এতে সভাপতি মনোনীত হন মাইনুর ইসলাম রানা, সহ-সভাপতি শেখ আব্দুল আউয়াল তুহিন, আশরাফুল কামাল মিঠু, রাসেল ইকবাল চৌধুরী, সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন।
রবিবার (৬ ডিসেম্বর) চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব এস এম আল মামুন ও সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম স্বাক্ষরিত ঘোষিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ সভাপতি/সম্পাদকের কাছে জমা দেওয়ার বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।