মারুফুজ্জামান রেজা, পানছড়ি ( খাগড়াছড়ি) :
কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কার্য ভাংচুরের প্রতিবাদে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পানছড়ি উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠন।
৬ ডিসেম্বর ২০২০ রবিবার বিকালে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা স্কয়ারে আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জয়নাথ দেব এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
উপজেলা ছাত্রলীগের নেতা মোঃ জহিরুল আমিন রুবেল সঞ্চালিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ বাহার মিয়া, সহ-সভাপতি নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক বিজয় কুমার দে, জয়নাথ দেব, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারন সম্পাদক নাজমুল হাসান প্রমূখ।