ইউনুছ আরফিন,রাঙ্গামাটি :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাঙ্গামাটি জেলা যুবলীগ ও ছাত্রলীগ ইউনিট।
রবিবার (৬ ডিসেম্বর) রাঙ্গামাটি পৌরসভা সংলগ্ন সড়কে এ বিক্ষোভ সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তারা ভাস্কর্য অবমাননাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি পৌরসভা গেইট থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় এর সামনে গিয়ে শেষ করে নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতব্বর, জেলা যুবলীগের সভাপতি মো: আকবর হোসেন, সাধারণ সম্পাদক মো: কাজল, জেলা ছাত্রলীগের সভাপতি মো: আবদুর জব্বার সুজন, সহ-সভাপতি মো: সাইফুল ইসলাম রাশেদ, সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক মো: সুলতান মাহমুদ চৌধুরী(বাপ্পা), পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।