।।নানিয়ারচর প্রতিনিধি।।
বাংলাদেশ জাতিয়তাবাদী ছাত্রদল ৩নং বুড়িঘাট ইউনিয়ন কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভার আহবান করা হয় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নানিয়ারচর উপজেলা বি এন পির সাংগঠনিক সম্পাদক জনাব মোঃকবির হোসেন।
বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতিয়তাবাদী মহিলা দলের সাধারন সম্পাদীকা আনোয়ারা বেগম,মোঃদেলোয়ার হোসেন টিটু সাবেক সাংগঠনিক সম্পাদক নানিয়ারচর উপজেলা ছাত্রদল। মোঃতহিদুল ইসলাম,মোঃ বেল্লাল হোসেন, সভাপতিত্ব করেন মোঃহাসান মল্লিক আহবায়ক, নানিয়ারচর উপজেলা ছাত্রদল, অনুষ্ঠান পরিচালনা করেন মোঃহেল্লাল মিয়া,সদস্য সচিব,নানিয়ারচর উপজেলা ছাত্রদল। উক্ত সভায় ৩নং বুড়িঘাট ইউনিয়ন ছাত্রদলের মোঃসবুর কে আহবায়ক (ইসলামপুর)মোঃরাসেল(বুড়িঘাট) সদস্য সচিব করে১১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।