আকতার হোসেন, মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার অভিষেক ঘটেছে।
৪ ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যায় উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ন ক্লাব গৃহে অনুষ্ঠিত অভিষেক সভার মাধ্যমে যাত্রা শুরু করল “করেরহাট সমন্বিত স্বেচ্ছাসেবী সংস্থা’র।
করেরহাট ইউনিয়নভূক্ত স্বেচ্ছাসেবী সামাজিক, সৃজনশীল ও ক্রীড়ামূলক সংগঠনগুলোকে একই প্ল্যাটফর্মে আনতে এই সংস্থা গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।
স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ন ক্লাবের সভাপতি সালাহউদ্দিন সিপনের সভাপতিত্বে এবং প্রজন্মের ভাবনা-করেরহাট এর অন্যতম এডমিন দীন মোহাম্মদ দিলু’র সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক সভায় করেরহাট ইউনিয়নের প্রায় ২০ টি সংগঠনের প্রতিনিধিরা অংশ গ্রহণ করে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
অভিষেক সভায় আগামী এক মাসের মধ্যে সংস্থার লক্ষ্য-উদ্দেশ্য সম্বলিত খসড়া সংবিধান (গঠনতন্ত্র) প্রণয়নের জন্য সংস্থার উদ্যোক্তা নুর উদ্দিন সবুজ (প্রজন্মের ভাবনা- করেরহাট), দীন মোহাম্মদ (প্রজন্মের ভাবনা-করেরহাট), মাকসুদ আলম শাহীন (প্রাক্তন শিক্ষার্থী পরিষদ, করেরহাট কে এম উচ্চ বিদ্যালয়) এবং সোলেমান উদ্দিন বাদশা (অভিযান ক্লাব) কে দায়িত্ব দেয়া হয়।
অভিষেক সভায় উপস্থিত ছিলেন শহীদ উল্ল্যাহ শহীদ (সাধারণ সম্পাদক, উদয়ন ক্লাব), নুর উদ্দিন (সাধারণ সম্পাদক, অভিযান ক্লাব), রিপন দাশ (বীণাপাণি সংগঠন), ফিরোজ আহমেদ (সাধারণ সম্পাদক, তারকা ক্রীড়া সংঘ), সরোয়ার উদ্দিন (সভাপতি, অনির্বাণ ক্লাব), শাহাদাত হোসেন (সভাপতি, রজনীগন্ধা ক্লাব), মাঈন উদ্দিন (এডমিন, দক্ষিণ অলিনগর স্পোর্টস ক্লাব), মেহেদী হাসান (পরিচালক, ভালুকিয়া স্পোর্টিং ক্লাব), আব্দুর রহমান ও ইকবাল সুমন (এডমিন, রক্তিম ফাউন্ডেশন), কিশোর চক্রবর্তী (সভাপতি, রঙধনু ক্লাব), নাজমুল আহসান রনি (সহ-সভাপতি, রঙধনু ক্লাব), মেহেদী হাসান (সাংগঠনিক সম্পাদক, রজনীগন্ধা ক্লাব), সাইফুল ইসলাম (সততা ক্লাব), আবু আহমদ রিপন (গ্রীন ভিলেজ, কাটাগাং), রাহীম উদ্দিন তারেক (সদস্য, রঙধনু ক্লাব)।
অভিষেক সভায় সকল সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক ও মানবিক কাজে সহযোগিতা প্রদানের আহবান জানানো হয়।