এম.এস.কে.খোকা;লোহাগাড়া প্রতিনিধি :
লোহাগাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে স্বাধীন ইন রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৭ ফেব্রুয়ারি দুপুরে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতু এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার( ভূমি) নীলূফা ইয়াসমিন চৌধুরী।
জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের পেট্রোল পাম্পের পার্শ্বে অবস্থিত স্বাধীন ইন রেস্টোরেন্টে রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ,ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ ও নিবন্ধনবিহীন হোটেল পরিচালনা করার দায়ে স্বাধীন ইন রেস্টোরেন্ট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবীব জিতু বলেন,রান্না ঘরে অস্বাস্থ্যকর পরিবেশ ও নিবন্ধনবিহীন রেস্টুরেন্ট পরিচালনা করায় বাংলাদেশ হোটেল রেস্টোরেন্ট (সংশোধিত) আইন ২০১৪ এর ৭ ধারামতে স্বাধীন ইন রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও স্বাস্ব্য সম্মত পরিবেশে খাবার পরিবেশনের জন্য রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়েছে।
এসময় উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ শের আলী, লোহাগাড়া থানার এসআই ভক্ত দত্ত,উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের সিএ সমীর চক্রবর্তীসহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।