।।মোঃ গোলামুর রহমান।।
।।লংগদু উপজেলা প্রতিনিধি।।
করোনার এই দ্বিতীয় ঢেউ এর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে, শান্তি চুক্তির ২৩ বছর উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন অসহায়,দুঃস্থ পরিবারের মাঝে চিকিৎসা সেবা প্রধান ও ত্রাণ বিতরণ করেন।
বুধবার (২ডিসেম্বর) সকাল ৯.০০ টার সময় লংগদু গার্লস স্কুলের সামনে অর্ধশত পাহাড়ি,বাঙ্গালী গরীব, অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোনের পক্ষ থেকে উপজেলার লংগদু সদর, বামে লংগদু, করল্যাছড়ি, মাইনী সহ উপজেলার বিভিন্ন গ্রামের পাহাড়ি,বাঙ্গালী অসুস্থ ব্যক্তিদের ফ্রী চিকিৎসা সেবা ও ঔষুধ দেন তারা। চিকিৎসা সেবার দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন মসিউর রহমান ( মেডিসিন বিশেষজ্ঞ)।
লংগদু জোন কমান্ডার লে.কর্নেল মিরাজ হায়দার চৌধুরীর উপস্থিতে ত্রাণ ও চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন আমরা সর্বদা সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি এবং আগামীতেও করবো। আজ শান্তি চুক্তির ২৩ বছর পূর্তি উপলক্ষে আমরা অসহায়, দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ ও চিকিৎসা সেবা প্রদান করেছি।