উথোয়াইচিং মারমা;(বান্দরবান প্রতিনিধি):
বান্দরবানে পার্বত্য শান্তি চুক্তির ২৩তম বর্ষপূর্তি উদযাপন করেছে পার্বত্য জেলা পরিষদ।
বুধবার (০২ ডিসেম্বর) সকাল ১১ টায় জেলা পরিষদের প্রাঙ্গনে বেলুন উড়িয়ে শান্তি চুক্তির ২৩তম বর্ষপূর্তির উদ্ধোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদের সদস্যসহ বিভিন্ন সরকারী-বেসরাকারী উর্ধতন কর্মকর্তা।
শেষে জেলা পরিষদের অডিটোরিয়ামে কেক কেটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর সাধারন জনগনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এদিকে স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বান্দরবান জেলা শাখা। এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি কাজী মজিবর রহমান বলেন, ২৩ বছর আগে ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর পার্বত্য এলাকায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পার্বত্য চুক্তি হয়েছিল। আর এ শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ চুক্তি হয়েছিল বলে এ চুক্তির নাম পার্বত্য শান্তি চুক্তি। তিনি বলেন, এ চুক্তির পরও পার্বত্য এলাকায় শান্তি ফিরে আসেনি। বরং পাহাড়ের প্রতিঘরে ঘরে অশান্তি বিরাজ করছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল ইসলাম, সংগঠনের নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ।
অন্যদিকে পার্বত্য শান্তি চুক্তির ২৩তম বর্ষপূর্তি উদযাপন করেছে সেনা রিজিয়ন। বর্ষপূতিকে ঘিরে দিন ব্যাপী চিকিৎসা শিবির অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন ৬৯ সেনা রিজিয়নের ব্রিগেড কমান্ডার শহীদুল এমরান।
তবে বান্দরবান জনসংহতি সমিতি (জেএসএস) এর উদ্যোগে পার্বত্য শান্তি চুক্তির ২৩তম বর্ষপূর্তি উপলক্ষ্যে কোন কর্মসূচী পালন করেনি।