শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজার:
উখিয়া উপজেলার রত্নাপাংয়ের সাদৃকাটা সংলগ্ন পালং গার্ডেনের সম্মুখে সড়ক দুর্ঘনায় মোটর সাইকেল আরোহী শাহ রেজা(৩৫) নামক এক যুবক নিহত হয়েছেন।সে রত্না পালং ইউনিয়নের বাসিন্দা আবদুর রাজ্জাক ভেলার ছেলে। সন্ধ্যা সাত ঘটিকার সময় এ দুর্ঘটনা ঘটেছে।শাহ রেজা উখিয়া উপজেলা পরিষদের অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
উখিয়া থেকে বাড়ি ফেরার পথে উল্ল্যেখিত স্থানে একটি ডাম্প ট্রাকের সাথে মুখোমুখি ধাক্কায় এ দুর্টনায় পতিত হয় বলে প্রত্যেক্ষদর্শী সুত্রে জানা গেছে। উখিয়া থানার ওসি তদন্ত গাজী সালাহ উদ্দিন দুর্ঘটনার খবর পেয়েছেন বলে জানান।