(রিপন ওঝা,মহালছড়ি)
খাগড়াছড়ির মহালছড়িতে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে মহালছড়ি উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি দীপন ধর ও সাধারণ সম্পাদক রেজাউল হক মাসুদ আজ ১০ ফেব্রুয়ারি রোজ বুধবার কোভিড-১৯ করোনার প্রতিষেধক টিকা গ্রহণ করেন।
তবে এ সময়ে উপজেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক রেজাউল হক মাসুদ বলেন রেজিস্ট্রেশন করে এবং নির্ধারিত কেন্দ্রে নির্দিষ্ট দিনে ভ্যাকসিন গ্রহণ করে নিজেকে ও দেশকে সুরক্ষিত রাখতে সরকারের গৃহিত পদক্ষেপে এগিয়ে এসে নিজেকে ও সমাজের সকলকে সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানান।
উল্লেখ্যে যে, গতকাল ৭ ফেব্রুয়ারি রবিবার সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়।
মহালছড়ি উপজেলায় প্রথম ধাপে ৪৫০ ডোজ ভ্যাকসিন এসেছে।