কামরুল ইসলাম,খাগড়াছড়ি:
আজ রবিবার সকালে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কোভিড-১৯ টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন হয়। টিকাদান কর্মসূচীর শুভ উদ্বোধন করেন উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান, মাননীয় প্রতিমন্ত্রী- কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি।
জনগনের মনের ভীতি দুর করার ক্ষেত্রে প্রথম কোভিড-১৯ এর টিকা নেন মাননীয় জেলা প্রশাসক জনাব প্রতাপ চন্দ্র বিশ্বাস এবং ২য় টিকা নিয়েছেন খাগড়াছড়ি পৌরসভার নব নির্বাচিত মেয়র জনাব নির্মলেন্দু চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের মহিলা এম পি বাসন্তী চাকমা।খাগড়াছড়ি পার্বত্যজেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,জেলা পুলিশ সুপার মোঃআব্দুল আজিজ।
এ সময় মাননীয় এম পি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রচেষ্ঠায় করোনা কালিন দেশের সার্বিক পরিস্থিতি ভালো আছে।বিশ্বের অনেক দেশ এখনো কোভিড টিকা পাননি অথচ বাংলাদেশ পেয়েছে। এজন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
মাননীয় জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন কোভিড টিকা নিয়ে জনগনের ভীতি দুর করার জন্য তিনি প্রথমে টিকা গ্রহন করেন এবং সুস্থ আছেন।