মো:শহিদ,কক্সবাজার:
কক্সবাজার জেলার সদর থানাধীন লিংকরোড এলাকায় অভিযান পরিচালনা করে ৯,৮০০ পিস ইয়াবাসহ সাব্বির আহম্মদ (২০) ও নুরুল মোস্তফা (২২) নামে ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
রবিবার (০৭ ফেব্রুয়ারি) রাত ১২টা ৩৫ মিনিটের দিকে অভিযান চালিয়ে দুই জনকে আটক করা হয়।
আটককৃত সাব্বির আহম্মদ উখিয়া থানাধীন বালুখালী রোহিঙ্গা ক্যাম্প এর বশির আহম্মদের ছেলে ও নুরুল মোস্তফা কক্সবাজার সদর থানাধীন পশ্চিম লার পাড়া এলাকার মনসুর আলমের ছেলে।
র্যাব-১৫, এর সহকারী পরিচালক( মিডিয়া) সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার সদর থানাধীন ঝিলংজা ইউপিস্থ লিংকরোড পয়েন্ট, কক্সবাজার- টেকনাফ সড়কে অভিযান চালিয়ে দুই জনকে আটক করা হয়। পরে আসামীদের সাথে থাকা ব্যাগ তল্লাশী করে সর্বমোট ৯,৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবত টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।