মো:ওমর ফারুখ,নানিয়ারচর প্রতিনিধি:
রাঙামাটির নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে করোনা টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে, উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমার প্রথম টিকাদানের মাধ্যমে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
এরপর নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান ও নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুয়েন খীসা কে টিকা প্রদান করা হয়।
এ সময় নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার শিউলি রহমান তিন্নি, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক সহ বিভিন্ন স্তরের সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও টিকা গ্রহণকারীরা উপস্হিত ছিলেন।
নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুয়েন খীসা বলেন, নানিয়ারচরে প্রাথমিক ভাবে ৮৮০টি ভ্যাকসিন পাওয়া গেছে। অত্র স্বাস্হ্য কমপ্লেক্সে ১টি কেন্দ্রের মাধ্যমে নিবন্ধন কৃতদের এই টিকা প্রদান করা হচ্ছে। এই টিকা প্রদানের জন্য ১৮৩ জন নিবন্ধিত হয়েছেন।
উক্ত টিকাদান কর্মসূচীতে সহায়তা করতে দেখা যায় উপজেলা রেডক্রিসেন্ট ইউনিটের সদস্যদের।