মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- পবিত্র মাহে রমজান উপলক্ষে মাছের সরবরাহ নির্বিঘ্ন রাখা ও মাছের বাজার দর সকল শ্রেণির ভোক্তাদের কাছে সহনীয় পর্যায়ে রাখার লক্ষে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বিভিন্ন মাছ বাজার মনিটরিং করেছে উপজেলা মৎস্য অধিদপ্তরের মনিটরিং টিম।
বুধবার ও বৃহস্পতিবার (১৯ ও ২০ মার্চ) সকাল থেকে উপজেলার অন্যতম প্রাচীন হাট যোগ্যাছোলা মাছ বাজার, মানিকছড়ি বাজারের মাছের হাট, আমতল মাছ বাজার, তিনটহরী মাছ বাজার এবং এর আগে বুধবার বিকেলে মানিকছড়ি রাজ বাজারের মাছের হাট মনিটরিং করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান ও উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মিলন কৃষ্ণ চাকমা।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, পবিত্র মাহে রমজানে মাছের বাজার দর সকল শ্রেণির ভোক্তাদের কাছে সহনীয় পর্যায়ে রাখা, ‘বাজার ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল রাখা, ভোক্তাদের অধিকার সংরক্ষণ করা, ক্ষতিকর রাসায়নিক দ্রব্য বা অপদ্রব্য ব্যবহার বা অস্বাস্থ্যকর মাছ বাজারে সরবরাহ রোধ করাসহ মাছের বাজারে বিদ্যমান অসংগতি সমূহ প্রতিকারের জন্য এই মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে’।