নিজস্ব প্রতিবেদকঃ
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চট্টগ্রামের বোয়ালখালীতে ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বোয়ালখালী উপজেলা – পৌরসভা বিএনপি।
২১শে ফেব্রুয়ারী সকালে বোয়ালখালী উপজেলা সদরে মাতৃভাষার জন্য প্রাণ বিসর্জন দেওয়া শহিদদের স্মরণে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করেন বোয়ালখালী উপজেলা-পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠন।পরে কেন্দ্রীয় শহীদ মিনারে দলটির নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে পুষ্প অর্পণ করেন।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য ও বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক সদস্য ও বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শওকত আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাশেম।
বক্তারা বলেন ভাষা শহিদের আত্মত্যাগে বলিয়ান হয়ে দেশ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার বাস্তবায়নে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
এসময় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল করিম নুরু,সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সারোয়ার আলমগীর,বিএনপি নেতা আজাদ খাঁন,হাসান চৌধুরী মেম্বার, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি জসিম উদ্দিন মেম্বার,প্রচার সম্পাদক শহীদুল আলম শহীদ,জেলা যুবদলের সহ-সম্পাদক আবু আকতার,ইমরান আলী শাহরুখসহ উপজেলা-পৌরসভার বিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবকদল,শ্রমিক দলের ও ইউনিয়ন,ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।