নিজস্ব প্রতিবেদকঃ
২১শে ফেব্রুয়ারী মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ২২ ফেব্রুয়ারীর জনসভা সফল করার লক্ষ্য বোয়ালখালী উপজেলা-পৌরসভা বিএনপির উদ্যােগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে বোয়ালখালী উপজেলা সদরস্থ বিএনপির কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য ও বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজিজুল হক চেয়ারম্যান।
বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শওকত আলমের সভাপতিত্বে বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল করিম নুরুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাশেম,যুগ্ম আহবায়ক মোহাম্মদ বাদশা,জাকির হোসেন, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সারোয়ার আলমগীর, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সভাপতি জসিম উদ্দিন মেম্বার,প্রচার সম্পাদক শহীদুল আলম শহীদ।
বক্তব্য প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা আজিজুল হক চেয়ারম্যান বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটা নেতাকর্মীকে শহীদ জিয়ার আদর্শে উজ্জীবীত হয়ে মাঠ পর্যায়ে কর্মীদের আস্থার প্রতীক হয়ে উঠতে হবে।তাহলে দলের প্রতিটি কর্মসূচীতে সাধারণের উপস্থিতি লক্ষণীয় মাত্রায় হবে।শুধুমাত্র অনুষ্ঠানে এসে বক্তব্য দিয়ে চলে গেলে দলের উপকার হবেনা জানিয়ে দক্ষিণ জেলা বিএনপি নেতা আজিজুল হক চেয়ারম্যান আরও বলেন, দলের নেতৃবৃন্দ বক্তব্য যা বলেন তা যদি তৃণমূলের কর্মীদের নিয়ে বাস্তবায়ন করা যায় তাহলেই দল উপকৃত হবে নেতৃত্বের শ্রেষ্ঠত্ব বাছাই হবে।এসময় আরো উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপি নেতা কামাল উদ্দিন,বিএনপি নেতা জয়নাল শিকদার উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আতিকুল্লাহ অনু, মোঃনাছির,জানে আলম নান্নু,পৌরসভা যুবদলের আহবায়ক মোহাম্মদ লোকমান,উপজেলা শ্রমিকদলের সভাপতি আকরাম হোসাইন দুলাল,কফিল উদ্দিন,মিজানসহ নেতৃবৃন্দ।