চট্টগ্রামের বোয়ালখালী পৌরসদর ৭নং ওয়ার্ডে হৃদয় – এমরান স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারী) বিকেলে উপজেলা পশ্চিম গোমদন্ডী,পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ তেলিসেতু সংলগ্ন মাঠে বোয়ালখালী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সুজন এর সভাপতিত্বে খেলায় উদ্বোধক ছিলেন সামাজিক ও মানবিক সংগঠন রোকেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ রাজনীতিবিদ হুমায়ুন রশিদ,প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান।
প্রবাসী মোহাম্মদ ইকবালের সার্বিক সহযোগীতায় মোহাম্মদ জিসান ও মোহাম্মদ তুহিনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম হোসেন নান্নু,উপজেলা শ্রমিক দলের সভাপতি আকরাম হোসেন দুলাল,সাধারন সম্পাদক আবদুস সাত্তার,আহল্লা কড়লডেঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশর,চট্টগ্রাম দক্ষিন জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মতিউর রহমান রাসেল,বিএনপি নেতা মোহাম্মদ হারুন,বিশিষ্ঠ ব্যবসায়ী জাকারিয়া ইসলাম মানিক,সাবেক ছাত্রনেতা মোহাম্মদ খোরশেদ আলম, মোহাম্মদ মাহমুদুল করিম,কাতার প্রবাসী আবদুর রহমান রনিসহ প্রমূখ।
চট্টগ্রাম চকবাজার গুলজার টাওয়ারের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান “হোয়াইট ট্যাগ” ও “গ্র্যান্ড মল” এর সৌজন্যে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে স্থানীয় মরহুম বদিউল আলম স্মৃতি একাদশ দুবাই কিংসকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি ও পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
খেলা পরিচালনা করেন স্বনামধন্য জেলা রেফারী জিয়াউল হক।