চট্টগ্রামের বোয়ালখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রদলের নেতাকর্মীরা।
বোয়ালখালী উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদল যৌথ উদ্যােগে এ র্যালি শেষে সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শওকত আলম।
প্রধান অতিথির বক্তব্য শওকত আলম উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা,বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শিক কর্মী হিসেবে নিজেকে দেশ ও জাতির জন্য উৎসর্গ করতে হবে।এসময় তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারে ৩১ দফার বাস্তবায়নে ছাত্রদলের নেতাকর্মীদের এগিয়ে আসার আহবান জানান।
এতে উপস্থিত ছাত্রদল নেতাদের মধ্যে আরও বক্তব্য রাখেন ছাত্রদল নেতা জামশেদ জিসান,জোবায়েত আকবর,কাজী জুনায়েদ,সাখাওয়াত হোসেন,আহমেদ ইরফান,ইমতিয়াজ চৌধুরী,নিবরাসুল আলম,ফরহাদ আব্বাদি,সুজন, মাহিম, সামির,ইমন,জিসান প্রমুখ।