শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজার
কক্সবাজারের “উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ টিকাদান কর্মসূচী উদ্ধোধন করা হয়েছে।৭ ফেব্রুয়ারী সকাল এগারটার দিকে উপজেলা প্রশাসন,বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি,স্বাস্থ্যবিভাগ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাবৃন্দ, উপজেলার বিভিন্ন পেশাজীবি শ্রেণী, মিডিয়ার ব্যক্তিগণসহ গণ্যমান্য ব্যক্তিগণকে কোভিড-১৯ টিকা প্রদান করে উখিয়া উপজেলায় টিকাদান কর্মসূচীর শুভ সূচনা করা হয়।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদের উপস্থিতিতে টিকাদান কর্মসূচীর শুভ উদ্ধোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ডাঃ রনজন বড়ুয়া রাজন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,
মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রন) ডা. এহেচান উল্লাহ সিকদার সহ হাসপাতালের কর্মরত সংশ্লিষ্ট মেডিকেল অফিসার,ভ্যাকসিনেশন টিমে নিয়োজিত সিনিয়র স্টাফ নার্স, সেচ্ছাসেবক হিসেবে উপস্থিত ছিলেন সহযোগী সংস্থার বিভিন্ন স্থরের স্বাস্থ্য কর্মীগণ এবং হাসপাতালে কর্মরত অন্যান্য কর্মকর্তা / কর্মচারীবৃন্দ এবং সহযোগী সংস্থা এর সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উখিয়া উপজেলার অগ্রাধিকারভূক্ত উদ্দিষ্ট জনগোষ্ঠীর প্রতি আহবান জানানো হচ্ছে, সুরক্ষা ওয়েব (Surrokkha.gov.bd) থেকে রেজিস্ট্রেশন করে দ্রুত টিকা গ্রহণ করে নিজে ও নিজের পরিবারকে সুস্থ্য রাখার গুরু দায়িত্ব পালন করুন।