মুহাম্মদ জাহিদ হাসান আব্দুল্লাহ ,বিশেষ প্রতিনিধি:
আজ ০৬/০২/২০২১ সকাল ১০ টায় ঢাকার হাতির ঝিলে আহমদীয়া যুব সংগঠন মজলিশ খোদ্দামুল আহমদীয়া বাংলাদেশ এর ব্যানারে তাহের সাইক্লিং এর শুভ উদ্বোধন করা হয়।
এই অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল
“সুস্থ দেহ সুন্দর মন ”
অনুষ্ঠানের উদ্ভোধক আহমদীয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমীর মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেব বলেন
আমাদের যুগ খলিফা যুবকেরস্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখতে বলেছেন সেই ধারাবাহিকতায় এই আয়োজন।আর যুবকরা যেন বিভিন্ন গেম এ আসোক্ত না হয় সেটি ও খেয়াল রাখার আহবান জানান তিনি।
এই অনুষ্ঠানের আয়োজন কমিটির প্রধান ও মজলিশ খোদ্দামুল আহমদীয়া বাংলাদেশের সদর জনাব মুহাম্মদ জাহেদ আলী বলেন নবী করীম সঃ বলেছেন দুর্বল মুমিনের চেয়ে, সবল মুমিন উত্তম।
সেই লক্ষে আমরা এই সাইক্লিং এর আয়োজন করেছি।
তিনি আর ও বলেন পর্যায়ক্রমে আমরা দেশের প্রতিটি অঞ্চলে এই প্রোগ্রাম করব ইনশাআল্লাহ।
এই অনুষ্ঠানে কয়েকজন নায়েব সদর ও কয়েকজন শিক্ষক উপস্হিত ছিলেন।