মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- সাম্প্রতিক সময়ের ঘটে যাওয়া ভয়াবহ বন্যা ও টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী উচ্চ বিদ্যালয় মসজিদ হতে লেমুয়া প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার ইট সলিং সড়কটি। সড়কের বিভিন্ন স্থানের মাটি সরে গিয়ে খানাখন্দ ও গর্ত সৃষ্টি হওয়া চরম দুর্ভোগে পড়েছে যাতায়াতকারীরা। সংস্কারে বরাদ্দ না থাকায় সড়কটি ব্যক্তিগতভাবে সংস্কারের উদ্যোগ নেন স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কাশেমের নেতৃত্বে ও মানিকছড়ি ইউনিয়নের (সদর) মহামুনি ওয়ার্ড বিএনপির উদ্যোগে সড়কের জরাজীর্ণ অংশে ইট, মাটি ও বালি ফেলে সংস্কার করা হয়। এতে অংশ নেন উপজেলা যুব দলের যুগ্ন আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জাবেদ চৌধুরী, সঞ্জয় দেব নাথ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক কামাল হোসেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন ও ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বশরসহ স্থানীয় ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীরা।
এসময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম বলেন, ‘দীর্ঘদিন যাবৎ ভাঙ্গা-জরাজীর্ণ এই সড়কে স্কুল শিক্ষার্থী, মুমূর্ষু রোগীদের যাতায়াতে এবং উৎপাদিত কৃষিপণ্য পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। যাতায়াতকারীদের সুবিধার্থে এবং মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই সড়কটি সংস্কার করা হয়েছে। আমাদের এই মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে’।