মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মধু পূর্ণিমা উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে ধর্মীয় আর্চনার মাধ্যমে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনা করে হাজার তৈল প্রদীপ প্রজ্জ্বল করা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মানিকছড়ি মং রাজবাড়ির রাজ জেতবন বৌদ্ধ বিহারে নানা বয়সী নারী-পুরুষ ও শিশুদের অংশ গ্রহণে হাজার তৈল প্রদীপ প্রজ্জ্বল করা হয়েছে। এছাড়াও উপজেলার বড়বিল, যোগ্যাছোলা, ছদুরখীল, তিনটহরী, বাটনাতলী, গচ্ছাবিলসহ অন্তত ২৫-৩০টি বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা উদযাপন করেছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
এ বিষয়ে অনুষ্ঠানের অন্যতম আয়োজক আব্রে মারমা বলেন, প্রতি বছরের ন্যায় রাজ জেতবন বৌদ্ধ বিহারসহ উপজেলার অন্তত ২৫-৩০টি বৌদ্ধ বিহারে দিনব্যাপী শীল গ্রহণ, বুদ্ধপূজা, বিবিধ দান, ধর্ম দেশনা ও আবাসিক ভিক্ষুকে পিন্ড দানসহ সন্ধ্যায় হাজার তৈল প্রদীপ প্রোজ্জ্বল ও উৎসর্গের মধ্যে দিয়ে মধু পূর্ণিমা উদযাপন করা হচ্ছে’।