মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- খাগড়াছড়ির মানিকছড়িতে খাগড়াছড়ি ক্বওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ মানিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ সেপ্টেম্বর) বাদ মাগরিব মানিকছড়ি কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্নে সংগঠনের উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ফজলুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল আল ফরিদী ও সাংগঠনিক সম্পাদক ইমাম হোসাইনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম। এতে প্রধান আলোচক ছিলেন জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুফতি শওকত বিন হানিফ। বিশেষ আলোচক ছিলেন জামিয়া আরবিয়া নছিরুল ইসলাম নাজিরহাট বড় মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবদুল কাইয়ুম আলমগীর।
মাহফিলে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মো. মনসুর আলী, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা অলি উল্লাহ, মানিকছড়ি দারুসসুন্নাহ মাদরাসার সহকারী পরিচালক মাওলানা নুর মোহাম্মদসহ আলেম ওলামাগণ।
আলোচনায় বক্তারা বলেন, ‘হযরত মুহাম্মদ (সা.) সারা বিশ্বের মানুষের কাছে একজন উত্তম আদর্শ। রাসুল (স.) ন্যায় প্রতিষ্ঠায় সারাজীবন কাজ করেছেন। মানুষের মধ্যে হিংসা-বিদ্বেষ হানাহানী দূর করে ইসলামের প্রকৃত বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। ইসলামকে জীবন বিধান হিসেবে গ্রহণ করে সারা বিশ্বের মানুষের জন্য একজন আদর্শ মানুষ হিসেবে নিজের জীবন পরিচালনা করেছেন’।