সরওয়ার কামাল,মহেশখালী, কক্সবাজার:
কক্সবাজারের মহেশখালী উপজেলার ছোট মহেশখালীতে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ৫ই ফেব্রুয়ারী বিকেলে ছোট মহেশখালী ইউনিয়নের খালের দক্ষিণ কুল এলাকার ফরিদ আলমের বাড়ি থেকে ১টি কাটা বন্দুক ও ১টি তাজা কার্তুজ উদ্ধার করে। ফরিদ ওই এলাকার ওসমান গণির ছেলে। মহেশখালী থানার ওসি আব্দুল হাই এর নেতৃত্বে থানার এসআই মনিষ সরকার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী ফরিদ আলম পাহাড়ের দিকে পালিয়ে যায় ।
পরে ওই স্থানে তল্লাশী চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দেশে তৈরী একটি কাটা বন্দুক ও একটি তাজা কার্তুজ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
মহেশখালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই জানান, অবৈধ অস্ত্রধারী ফরিদ আলমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।