মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মানিকছড়ি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি নবায়ন করা হয়েছে। নতুন কমিটিতে ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক (২০০৪-২০০৭) হাবিবুর রহমান হাবিবকে সভাপতি, আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক ও মো. আকতার হোসেনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা দেন প্রেসক্লাবের উপদেষ্টা এসএম জাহাঙ্গীর আলম।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি- শহীদুল ইসলাম, আব্রে মারমা, যুগ্ন সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও চিংওয়ামং মারমা মিন্টু, অর্থ সম্পাদক মোকতাদের হোসেন, দপ্তর ও পাঠাগার বিষয়ক সম্পাদক মো. রবিউল হোসেন, প্রচার সম্পাদক মফিজুল ইসলাম ও নির্বাহী সদস্য আবদুল মান্নান। এছাড়াও সর্বসম্মতিক্রমে এস এম জাহাঙ্গীর আলমকে পুনরায় ক্লাবের উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।
রবিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় প্রেসক্লাবের সভা কক্ষে ক্লাবের উপদেষ্টা এসএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও আবদুল মান্নানের সঞ্চালনায় কমিটি গঠনকল্পে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সমির মল্লিক ও খাগড়াছড়ি প্রেসক্লাবের নির্বাহী সদস্য ইশতিয়াক আহমেদ নিপু। সভার আলোচনা শেষে ক্লাবের সদস্যদের সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়।
এসময় ক্লাবের নবগঠিত কমিটির সভাপতি হাবিবুর রহমান হাবিব সকলকে শুভেচ্ছা জানিয়ে তার উপর অর্পিত দায়িত নিষ্ঠার সাথে পালন করার আশাবাদ ব্যক্ত করেন এবং সমাজের নানা অনিয়ম, দূর্নীতি, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার আহ্বান জানান নতুন কমিটির দায়িত্বশীলদের।