মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- খাগড়াছড়ির মানিকছড়িতে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলা টাউনহলে উপজেলা যুবদলের সদস্য সচিব মহি উদ্দিন কিশোরের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম।
এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. আরব আলী, মজিবুল হক বাহার, যুগ্ন সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, সহ-সভাপতি মজিবুল হক বাহার, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মাষ্টার, মো. মনসুর আলী, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা অলি উল্লাহ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, মহিলা দলের সভানেত্রী সালমা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মো. কামাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শাহীনুর আলম, কলেজ ছাত্রদল নেতা মো. রাকিব হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, ‘স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী সরকার দীর্ঘ ১৭ বছর যাবৎ বিএনপির নেতাকর্মীদের উপর গুম, খুন ও নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে। আওয়ামী সন্ত্রাসীরা মামলা-হামলা চালিয়ে বিএনপিকে নেতৃত্বশূণ্য করার অপচেষ্টা চালিয়েছিলো। স্বৈরাচারীদের আর সুযোগ দেয়া হবে না। এদেশে আ.লীগের নেতৃত্ব দেয়ার আর অধিকার নেই। গণহত্যাকারী খুনি হাসিনাকে এদেশের মাটিতে এনে বিচারের মুখোমুখি করতে হবে’। আগামির বিএনপি দেশের সেবক হিসেবে কাজ করবে মন্তব্য করে আগামি নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
কর্মীসভায় উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েকশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।