মো. রবিউল হোসেন, মানিকছড়ি:- মহান আল্লাহ ও মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তি করায় সুইডেন চাকমা ঋদ্ধ চাকমাকে গ্রেফতারপূর্বক বিচারের দাবীতে খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ আগস্ট) বিকাল ৫টায় খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ, উপজেলা শাখার উদ্যোগে মানিকছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে বাজার সড়ক প্রদক্ষিণ করে আমতল ভূইয়া মার্কেটের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। পৃথক মিছিলে মহামুনি থেকে আল-আমানাহ সংস্থার ব্যানারে সমাবেশে যুক্ত হয় আলেম ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানগণ।
পরে সংগঠনের উপজেলা শাখার সভাপতি মাওলানা ফজলুল হকের সভাপতিত্বে এবং মাওলানা ইব্রাহিম খলিল আল ফরিদী ও মাওলানা শরিফুল ইসলামের যৌথ সঞ্চালনায় শুরু হয় প্রতিবাদ সমাবেশ।
এতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির উপদেষ্টা মাওলানা নুর মোহাম্মদ, সহসভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, সহকারী সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মুহাম্মদ নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমাম হোসাইন, মানিকছড়ি বাজার মসজিদের খতীব মাওলানা নুরুল কবির, মহামুনি বাজার মসজিদের খতীব মাওলানা জসিম উদ্দিন, তিনটহরী বাজার মসজিদের খতীব মুফতি রমিজুল করিম, তিনটহরী তাফসির পরিষদের সভাপতি মাওলানা আবু তাহের, বাটনাতলী ওলামা পরিষদের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম, যোগ্যাছোলা ওলামা পরিষদ সভাপতি মুফতি মাঈন উদ্দিন জামিল প্রমূখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আগামী ২৪ঘন্টার মধ্যে কুলাঙ্গার সুইডেন চাকমা, ঋদ্ধ চাকমাসহ উগ্র নাস্তিক্যবাদীদের দোষরদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ব্লাশফেমি আইন করে নাস্তিক মুরতাদদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরো বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে’।