রমজান আলী জিসান, লক্ষীছড়ি প্রতিনিধি:- লক্ষীছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা ভবন আগুনে পুড়ে অধ্য লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ও নগদ ২৬ হাজার টাকা উদ্ধার করেন ফায়ার সার্ভিস দমকল কর্মীরা। মঙ্গলবার (২৭ আগস্ট) ভোর রাত ১:৩০ টার দিকে সদর উপজেলা এ ঘটনা ঘটে।
লক্ষীছড়ি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান লক্ষীছড়ি সেনা জোন থেকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনা স্থলে পৌছায় সেসময় আগুন ছড়িয়ে পড়েন আমাদের টিম প্রায়ও এক ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ও ২৬ হাজার নগদ টাকা উদ্ধার করেন,
ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা বলেন ভোর রাতে পরিবার পরিকল্পনা আবাসিক কোয়ার্টার থেকে বিদ্যুৎতের শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত বলে ধারণা করেন এতে অধ্য লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।