হাবিবুর রহমান,রাঙ্গামাটি :
পাহাড়ের সাংবাদিকতার পথিকৃৎ,চরণ সাংবাদিক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদের সাংবাদিকতায় ৫০ বছর পূর্তি উপলক্ষে ৫জন গুণীজনদের সম্মাননা প্রদান করে রাংগামাটি প্রেসক্লাব।
সম্মাননা প্রাপক জনাব এ কে এম মকছুদ আহমেদ,সম্পাদক,দৈনিক গিরিদর্পণ।জনাব আলহাজ্ব খলিলুর রহমান,আজীবন সদস্য,রাংগামাটি প্রেসক্লাব।
প্রয়াত পারিজাত কুসুম চাকমা(মরণোত্তর),আজীবন সদস্য,রাঙামাটি প্রেসক্লাব ও সাবেক চেয়ারম্যান,স্থানীয় পারিষদ রাংগামাটি।
মরহুম সাংবাদিক ওবায়দুল হক মরণোত্তর,আজীবন সদস্য, রাংগামাটি প্রেসক্লাব ও সাবেক চীফ স্টাফ রিপোর্টার,দৈনিক আজাদী।
জনাব চিংকিউ রোয়াজা,শুভাকাঙ্ক্ষী, রাংগামাটি
প্রেসক্লাব ও সাবেক চেয়ারম্যান,রাংগামাটি জেলা পরিষদ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জনাব দীপংকর তালুকদার এমপি,সভাপতি,খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
বিশেষ অতিথিঃ জনাব নুরুল আলম নিজামী,ভাইস চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।
জনাব এ কে এম মামুনুর রশিদ,জেলা প্রশাসক,রাংগামাটি পার্বত্য জেলা।
জনাব মীর মোদ্দাছছের হোসেন,পুলিশ সুপার,রাংগামাটি জেলা।জনাব হাজী মোঃ মুছা মাতব্বর,সম্মানিত সদস্য,রাংগামাটি পার্বত্য জেলা পরিষদ ও সাধারণ সম্পাদক, রাংগামাটি জেলা আওয়ামীলীগ।
আরো উপস্থিত ছিলেন বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।