লক্ষীছড়ি প্রতিনিধি:- খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি থানার দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে পুলিশ। দেশের চলমান পরিস্থিতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এই বাহিনীর সদস্যরা। এক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী ও সর্বস্থরের মানুষের থেকে সহযোগিতা করা হয়েছে।
১১ আগস্ট দুপুরে লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে: কর্ণেল মো: তাজুল ইসলাম, পিএসসি,জি। থানা পরিদর্শনে এসে সরাসরি পুলিশের বক্তব্য শুনেন এবং সেনাবাহিনীর পক্ষ হতে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেয়া হয়।
পরে জোন কমান্ডার পুলিশের কাজে ফেরার পরামর্শ দিলে রাতেই দাপ্তরিক দায়িত্ব পালন শুরু করে পুলিশ। এসময় লক্ষীছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর সরওয়ার জাহান, উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া, থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসাইন, সদর ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা উপস্থিত ছিলেন।
থানার স্বাভাবিক কার্যক্রম শুরু হলে উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষ সেবা নিতে আসেন। লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসাইন জানান, কর্মবিরতির পর বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলার সর্বস্থরের মানুষের সহযোগিতায়