কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজার সরকারি কলেজের দীর্ঘদিনের সাবেক অধ্যাপক ও রাঙ্গামাটি কলেজের সাবেক অধ্যক্ষ মনির আহমদ আর নেই (ইন্নালিল্লাহি—রাজেউন)। ৫ই ফেব্রুয়ারী শুক্রবার সকাল ৯টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে তাঁর বয়স ছিল ৭৫ বছর। মরহুমের ভাতিজা মির্জা আসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
মির্জা আসলাম জানান, মনির আহমদ দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে শ্বাসকষ্ট বেড়ে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে আইসিওতে স্থানান্তর করা হয়। আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক কন্যা ও স্ত্রী রেখে যান।