নিজস্ব প্রতিনিধি :
সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে শুরু হয় বিশৃঙ্খলা। এ সুযোগে নাশকতাকারীদের কেউ কেউ হিন্দুদের ঘরবাড়ি ও মন্দিরে হামলা চালাতে পারে এমন আশঙ্কা করছেন অনেকেই। এ অবস্থায় রাঙ্গামাটি নানিয়ারচরের এলাকার মন্দির ও সনাতন ধর্মের লোকজনে বাড়িঘর রক্ষায় কাজ করে যাচ্ছেন আনসার ও ভিডিপির সদস্যরা। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের সামনে তাদের সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
জানতে চাইলে মন্দির রক্ষার দায়িত্বে থাকা ভিডিপির প্লাটুন কমান্ডার নুরুল হক এবং খোরশেদ আলম বলেন, আমারা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আনোয়ার জাহেদ স্যারের নির্দেশে কাজ করছি,এ দেশ আমাদের সবার। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই। কেউ যাতে তাদের উপাসনালয় ভাঙতে না পারে, দেশে পুলিশের সদস্য কর্মবিরতে আছে তাই আমরা দায়িত্ব নিয়েছি।
মন্দির রক্ষার দায়িত্বে থাকা ভিডিপি সদস্য ইয়াসিন বলেন, আমরা বাঙালি সবাই ভাই ভাই। দেশের এই মুহূর্তে কোনো মহল সংখ্যালঘুদের বাড়িতে কিংবা মন্দিরে যাতে হামলা করতে না পারে সে জন্য আমরা পাহারায় বসেছি।
স্থানীয় সনাতন ধর্মের এক বাসিন্দা বলেন, আমরা সম্প্রীতির বন্ধনে যুক্ত। পূজার সময় আমরা সবাই আনন্দ করি। তাদের ঈদেও দাওয়াতে যাই। বর্তমানে তাদের এই উদ্যোগটি প্রশংসার দাবি রাখে। আমরা একসঙ্গে সবসময় এভাবেই থাকতে চাই।
এ সময় উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আনোয়ার জাহেদ পুরোহিতদের আশ্বস্ত করেন বলেন, তাদের ওপর কেউ হামলা করতে পারবে না। আনসার ও ভিডিপি তাদের পাশে রয়েছে। যে পর্যন্ত দেশের পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে তারা মন্দির পাহারায় থাকবেন।