মোঃ আব্দুল গফুর সুবেল,বাঘাইছড়ি প্রতিনিধি:
বাঘাইছড়ি উপজেলায় ৩০ জুলাই হতে ২ আগষ্ট পর্যন্ত টানা ৪ দিনের থেমে থেমে বৃষ্ঠিপাতে এবং সাজেক-ভারত সীমান্ত এলাকা থেকে নেমে আসা পাহাড়ী ঢলে উপজেলার নিম্নাঞ্চল সমূহ আবারও তলিয়ে যাবার আসংখ্যা করা হচ্ছে।
সড়কের কিছু অংশের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ইতিমধ্যেই নিম্নাঞ্চলের অনেকাংশে বাড়ি-ঘরের উঠান পানিতে তলিয়ে গেছে। ৩ আগষ্ট খাগড়াছড়ি দীঘিনালা সড়কের একাংশ পানিতে তলিয়ে যাওয়ায় ৩ আগষ্ট সকাল হতে বাঘাইছড়ির সাথে অন্যান্য জেলা-উপজেলায় ছোট-বড় যান চলাচল বন্ধ রয়েছে।
এতে পর্যটন এলাকা সাজেক ঘুরতে আসা প্রায় ৩ শতাধিক পর্যটক আটকা পড়েছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার জানান,আটকা পড়া পর্যটকরা গতকাল সাজেক গিয়েছিল,হঠাৎ পানি বেড়ে সড়কের কিছু অংশ তলিয়ে যাওয়ায় তাঁরা আজ ফিরতে পারেনি এবং সাজেক অবস্হান করছে।
গত কয়েকদিনের বৃষ্ঠিপাতে ও পাহাড়ী ঢলে কাচালং নদীর পানি বিপদ সীমা রেখার মধ্য দিয়ে প্রবাহিত হওয়ায় ও পাহাড়ী ঢলে বন্যার আশংকায় উপজেলার সবকটি আশ্রয় কেন্দ্র আশ্রিতদের জন্য প্রস্তুত রাখা হয়েছে।