অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:- “লঙ্ঘিত হলে ভোক্তা অধিকার,অভিযোগ করলেই পাবেন প্রতিকার” এবং “ভোক্তা অধিকার ক্ষুন্ন হলে অধিদপ্তরে প্রতিকার মেলে ” এই দুইটি প্রতিপাদ্য নিয়ে কাপ্তাই উপজেলা ভোক্তা সংরক্ষন কমিটির আয়োজনে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত হলো ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ বিষয়ক সচেতনতামূলক সভা। শুক্রবার ( ৫ ফেব্রুয়ারী) বিকেল ৩ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রনালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহা।
কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হকের সভাপতিত্বে এবং সৈয়দ খুরশীদ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের পরিচালক শামীম আল মামুন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন, চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারি ভুমি কমিশনার (ভুমি) মাইনুল হোসেন চৌধুরী।
এর আগে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর উপর ১০ মিনিটের একটি প্রামান্য চিত্র প্রর্দশিত হয়।
সচেতনতামূলক সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, চিকিৎসক, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।