অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:– খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বৃহস্পতিবার(৪ ফেব্রুয়ারী) কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানা পরিদর্শন করেন এবং পুলিশ সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এইসময় চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, ওসি তদন্ত হুমায়ুন কবির সহ থানার অন্যান্য অফিসার এবং পুলিশ সদস্যরা দীপংকর তালুকদার এমপি কে ফুলেল শুভেচ্ছা জানান।
এইসময় রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদ এর সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাঈনুল হোসেন চৌধুরী সহ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।